দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে শুরু হওয়া জঙ্গি-সেনার গুলির লড়াই অব্যাহত বিজয় দিবসের (VIjay Dibas) সকালেও। গতকাল দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। মঙ্গলবার আহত হয়েছে আরও দু'জন।
সোমবার বিকেল থেকে উধমপুর জেলার সোয়ান এলাকায় সন্ত্রাসবাদী দমনে অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Anti Terror Operation)। অভিযানে নেতৃত্ব দেয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা (Indian Army) ও আধাসেনার জওয়ানরাও। গোয়েন্দা সূত্রে খবর ছিল, ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে।