দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগাম হামলার (Pahalgam Attack) মূল চক্রীকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে পাওয়া খবর ও কয়েকদিন ধরে পরিকল্পনার পর সফল হয়েছে ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) অভিযান। সোমবার শ্রীনগরের কাছে দাচিগাঁও অরণ্যে সেনার অভিযানে নিহত হয় তিন লস্কর-ই-তইবা (LeT) জঙ্গি। তাদের মধ্যে অন্যতম ছিল হাশিম মুসা ওরফে সুলেমান শাহ।