দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার (USA) তরফে ভারতের (India) রফতানি পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক (Tariffs) বাড়ানোর সিদ্ধান্তের জেরে যখন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক (Trade Relation) টানাপড়েন চলেছে, সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘স্বদেশি’ ও ‘আত্মনির্ভর ভারত’ ভাবনাকে সামনে রেখে মাঠে নামতে চলেছে বিজেপি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে দলের বিশেষ কর্মসূচি ‘আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান’ (Aatmanirbhar Bharat Sankalp Abhiyan)।
কবে থেকে, কবে পর্যন্ত?