দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উঠেছিল, গুরুতর অপরাধে গ্রেফতার হলে প্রধানমন্ত্রীকে ওই নতুন বিলের (PM CM removal bill) আওতার বাইরে রাখা হোক। কিন্তু নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজেই নাকি নাকচ করে দেন সেই প্রস্তাব।
বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) বলেন, “মোদীজি স্পষ্ট বলেছেন, প্রধানমন্ত্রীও একজন নাগরিক। তাঁর জন্য আলাদা সুরক্ষা কেন থাকবে? নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। আমাদের দলের মুখ্যমন্ত্রীরাও যদি ভুল করেন, তাঁদেরও পদ ছাড়তেই হবে। নীতি-নৈতিকতারও তো একটা গুরুত্ব আছে।’’