দ্য ওয়াল ব্যুরো: উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ-কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানে (Laksha Kantha Gita Parayana) যোগ দিয়ে ‘‘নয়া ভারত’’–এর শক্তি ও সংকল্পের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের সুদর্শন চক্র (Sudarshan Chakra) যে শত্রুকে ধ্বংস করে দিতে পারে, অপারেশন সিঁদুরে (Operation Sindoor) আমরা তা দেখেছি।”
প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘আগে এমন সন্ত্রাস হানার পরে সরকার প্রায় কিছুই করত না। কিন্তু এ হল নতুন ভারত। যে ভারত কখনও মাথা নত করেনি, নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে এক পা পিছিয়েও যায় না।’’