দ্য ওয়াল ব্যুরো: চিনের রাস্তায় লাল পতাকার গাড়ি। নাম ‘হংকি’ (Hongqi)। ম্যান্ডারিনে যার অর্থই হল, লাল পতাকা (Red Flag)। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর (Xi Jinping) রাষ্ট্রীয় গাড়ি এটি। আর সেই হংকি লিমুজিনেই (Hongqi L5 limousine) চড়ে চিন সফরে সঙ্ঘাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi China Tour)। শুধু চিনা শাসকেরাই নন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যও এই বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে। ২০১৯ সালে মহাবলিপুরমে মোদীর সঙ্গে বৈঠকে শি জিনপিংও হংকি এল৫-এ (Hongqi L5 limousine) চড়েই এসেছিলেন।