কাজল বসাক, নদিয়া
সময়টা ১৭৬০ সাল। বাংলার রাজনৈতিক অস্থিরতার সেই সময় রবার্ট ক্লাইভ মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে বাংলার নবাবের আসনে বসান। কর প্রদানে রাজি না হওয়ায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে মীরকাশিম বন্দি করে পাঠান মুঙ্গেরে। ১৭৬৩ সালে মীরকাশিম ও ইংরেজদের যুদ্ধে সুযোগ নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র বন্দিদশা থেকে পালিয়ে আসেন।