দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগ লাইন। সপ্তমীর দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ। আহত হয়েছেন পাঁচজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
দর্শকদের চমকে দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে অল্প হাওয়া দিতেই ভেঙে পড়ে এই মণ্ডপ। সেই সময় বেশ কয়েকজন দর্শনার্থী ছিলেন মণ্ডপে। তাঁদের মধ্য়ে পাঁচজন আহত হন।
#REL