দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ ঘিরে নতুন করে অশান্তি ছড়াল খেজুরিতে। বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি। সকালে বাঁশগোড়া এলাকায় কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়।
#REL