রিয়া দাস, আলিপুরদুয়ার
মাদারিহাটে বুনো হাতির তাণ্ডবে এক সপ্তাহে মৃত্যু হল চারজনের। আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকা। গত কয়েকদিন ধরে লাগাতার হাতির হানায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে এই অঞ্চলে। বৃহস্পতিবার গভীর রাতেও বুনো হাতির তাণ্ডবে প্রাণ হারান এক মহিলা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আচমকাই বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। সেই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সুখিরানি। মুহূর্তেই সামনে এসে পড়ে একটি দাঁতাল হাতি। কিছু বোঝার আগেই মহিলাকে পিষে দেয়।