দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বিরল খনিজ পদার্থ উপহার দেওয়ায় পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) জেনারেল আসিম মুনিরকে (Asim Munir) ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে ইসলামাবাদে। পাক সংসদেই তীব্র সমালোচিত হয়েছেন তিনি। দেশের সেনাপ্রধানের ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন তোলা হয়েছে, তেমনই তাঁকে 'সেলসম্যান' (Salesman) বলে কটাক্ষ করা হয়েছে।