শুভম সেনগুপ্ত
অনেকেই বলাবলি করেন মানুষের আঙুল দেখে নাকি দোষ-গুণ বিচার করা যায় অনেক ক্ষেত্রে। বৃদ্ধাঙ্গুল যত সুন্দর, যত বেশি লম্বা এবং হাতের চেটোর সঙ্গে লম্বভাবে যুক্ত, সে তত বেশি সুন্দর মনের মানুষ। তার তত বেশি বুদ্ধির বিকাশ হয়ে থাকে। যাদের বৃদ্ধাঙ্গুল খর্ব, স্থুল তার মানসিক গঠন অমার্জিত। আবার খুব ছোট ও মোটা বৃদ্ধাঙ্গুলির মানুষের নাকি কোনও বিচার বুদ্ধি কাজ করে না। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে (Ritwik Ghatak Birthday) তাঁকে নিয়ে লেখা কিছু বইপত্তর পড়তে গিয়ে কথাগুলো মনে পড়ল। বাংলার এই চলচ্চিত্রকার এমনই এক আইডেন্টিটি যাঁর দোষ-গুণ নিয়ে কথা ওঠে হামেশা