দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়া থেকে পুরী হয়ে কন্যাকুমারী। তারপর রামেশ্বরম থেকে জল নিয়ে এসে ষন্ডেশ্বর মন্দিরে শিবের মাথায় ঢালতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক। ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে, পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার শুভজিৎ।
ছোট্ট চায়ের দোকান রয়েছে শুভজিৎ দাসের। ২৬ বছরের এই যুবক সাধারণ মানুষকে সবুজ বাঁচানোর বার্তা দেন। এবার এই বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণের উদ্দেশে। লক্ষ্য একটাই। তিনি ভারতের বিভিন্ন শহরে, গ্রামে, গঞ্জে ঘুরে গাছ লাগানোর বার্তা দেবেন। এটা করতে গিয়ে নিজের সমস্ত পুঁজি ইতিমধ্যে ব্যয় করে ফেলেছেন শুভজিৎ।
#REL