দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লাল কেল্লা সংলগ্ন এলাকায় গাড়ি বিস্ফোরণ-কাণ্ডে চিকিৎসক ডাঃ উমর মহম্মদকেই এখন ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করছেন তদন্তকারীরা। ওই বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এই চিকিৎসক একটি বৃহত্তর সন্ত্রাস মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন, যা সম্প্রতি বহু-রাজ্যের পুলিশি অভিযানের ফলে সামনে এসেছে। আর এই ঘটনায় সম্ভবত তাঁরও মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার হয়েছে কি না বা তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানা গেছে কি না, সেবিষয়ে গোয়েন্দা তরফে কিছু জানা যায়নি।