দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লার গাড়ি বিস্ফোরণকে কেন্দ্র করে (Delhi Blast) নড়েচড়ে বসল কেন্দ্র। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট নির্দেশ দিলেন— এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিস্ফোরণ ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে দ্বিতীয় বৈঠক করেন অমিত শাহ। বৈঠকের পর এক্স-এ তিনি লেখেন, “দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছি। নির্দেশ দিয়েছি, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক। দোষীরা কেউই ছাড় পাবে না। এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে।”
#REL