দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষ বিরতির (ceasefire) পরবর্তী পর্যায় নিয়ে সোমবার দুপুরে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশসন (Director General of Military Operations of India and Pakistan) -এর কথা হবে। শনিবার বিকাল ৫’টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার সময়ই ঘোষণা করা হয়েছিল দু’দেশের সেনা পর্যায়ে কথা হবে সোমবার। যদিও শনিবার রাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) বেশ কিছু জায়গায় পাক গোলা বর্ষণের ঘটনা ঘটে।