দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে ভারত (India)। পাকিস্তান (Pakistan) থেকে কোনও রকম সন্ত্রাসবাদী হামলা হলেই তা যুদ্ধের আহ্বান বলেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে। এমতাবস্থায় 'অপারেশন সিঁদুর'-(Operation Sindoor) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রের তরফে ৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে।
এই সাত দলে মোট ৫৯ জন সদস্য বাছাই করা হয়েছে। যাঁদের মধ্যে বেশিরভাগই রাজনীতিবিদ। তা ছাড়াও বেশ কয়েক জন কূটনীতিককেও রেখেছে কেন্দ্র (Central Government)। এঁরা মোট ৩২টি দেশে ঘুরবেন। বোঝাবেন, 'অপারেশন সিঁদুর' কেন দরকার ছিল।