দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের ফেরার খবর সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, পাকিস্তানের যে রেঞ্জারকে ভারত আটক করেছে, তাঁকে ফেরত পাঠানো হবে কিনা। যে পরিস্থিতি দু'দেশের মধ্যে চলছিল শেষ কয়েকদিন ধরে, তাতে দুই তরফেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে, বুধবার পূর্ণমকে ফেরানোর সঙ্গে সঙ্গে ওয়াঘা দিয়ে ফেরত পাঠানো হয়েছে রাজস্থানে আটক পাক রেঞ্জারকে। তিনিও ভুলবশত এদেশে ঢুকে পড়েছিলেন বলে জানা যায়। এক বন্দির বদলে আরেক বন্দিকে ছাড়া হল এক্ষেত্রে।