দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের। পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব এলাকার মানুষ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুড়চিডাঙা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম।
প্রতি বছরের মতো চলতি বছরও অগস্ট মাসে খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে দফায় দফায় বাঁকুড়ায় ঢোকে হাতির দল। বন দফতরের খবর, প্রায় ৬৩ টি হাতি ঢুকে পড়েছিল বাঁকুড়ায়। বিষ্ণুপুর, সোনামুখী ও বেলিয়াতোড়ের জঙ্গল পেরিয়ে হাতির দল সটান হাজির হয় বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। সেখানে প্রায় ৪ মাস কাটিয়ে দিন দুই আগে হাতির দল ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে।