দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ থেকে ২০২৫—দু’ দশক পর মহারাষ্ট্রের রাজনীতির (Maharastra politics) ঠাকরে পরিবারের (Thackeray family) ভাঙা সংসার আবার জোড়া লাগতে পারে। শিবসেনার (Shiv Sena) প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) ছেলে উদ্ধব (Uddhav Thackeray) এবং ভাইপো রাজের (Raj Thackeray) মুখোমুখি বৈঠকের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। আশ্চর্যের হল রাজ্য-রাজনীতির এই জ্যাঠতুতো-খুড়তুতো ভাইকে এক টেবিলে বসিয়ে চা পানের আয়োজন করতে উদ্যোহী হয়েছে তাঁদের ছেলেরা, উদ্ধব পুত্র আদিত্য (Aditya Thackeray) এবং রাজের ছেলে অমিত (Amit Thackeray)।