দ্য ওয়াল ব্যুরো: অপুষ্টির শিকার শিশুদের জন্য সরকার দিনে ৮ থেকে ১২ টাকা খরচ করে। অথচ, সেই সরকারই গোখাদ্যের জন্য দিনপ্রতি বরাদ্দ করেছে ৪০ টাকা। এই চমকপ্রদ তথ্যটি উঠে এসেছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ থেকে। বিরোধী কংগ্রেস দলের বিধায়ক বিক্রান্ত ভুরিয়ার এক প্রশ্নের জবাবে বিধানসভায় সরকার অপুষ্টি দূরীকরণে দিনপ্রতি বরাদ্দের কথা জানানোর পরেই পিলে চমকে গিয়েছে সকলের।