দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। যে সে শাস্তি নয়, সকলের সামনে ১০বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। গত শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে দেরিতে পৌঁছনোর শৃঙ্খলাভঙ্গের দায়ে রায়বরেলির সাংসদক