দ্য ওয়াল ব্যুরো: ক্লাব আগে? না দেশ?
প্রশ্নটা নতুন নয়। ব্যস্ত লিগের সূচির মধ্যে আন্তর্জাতিক ম্যাচ থাকলেই দড়ি টানাটানির চক্কর ঘনিয়ে ওঠে। জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ামাত্র কোচ ভুরু কোঁচকান। সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন এই বলে, ক্লাবের দায়িত্ব রয়েছেন যে ম্যানেজার, তিনি গাধার মতো খাটিয়েছেন ওই খেলোয়াড়কে। সোনার রাজহাঁস ভেবে প্রাণান্ত পরিশ্রম করিয়েছেন। রেহাই মেলেনি। ফলে ফিটনেস লেভেল এখন তলানিতে!
আবার দেশের দায়িত্ব ছেড়ে ফুটবলার ক্লাব ক্যাম্পে ফিরলে পালটা রাগ দেখান অন্য শিবিরের কোচ। কেন ক্লান্ত খেলোয়াড়কে মাঠে নামালেন তিনি? বিধ্বস্ত জেনেও খেলালেন পাক্কা ৯০ মিনিট?