দ্য় ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: নিসার আলমকে জিজ্ঞাবাদের পর শনিবার বিকালে ছেড়ে দিয়েছে এনআইএ (NIA)। নিসারের পরিবার সূত্রে এই খবর জানা গিয়েছে।
নিসারের কাকা আবুল কাশেম জানান, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে (Delhi Blast Case) জড়িত কোনও এক অভিযুক্তের সঙ্গে বছরখানেক আগে একবার কথা হয়েছিল নিসারের। সেই সূত্রে তাকে জিজ্ঞাসাবাদের জন্য NIA আটক করে শিলিগুড়ি নিয়ে গিয়েছিল। তিনি বলেন, "আজ ফোন করে নিসারের বাবাকে ডেকে নিয়ে যায় NIA। তারপর তাঁর হাতে তুলে দেওয়া হয় নিসারকে। সে কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। বরাবরই খুব ভাল ছেলে। জিজ্ঞাসাবাদের পর তাকে ক্লিনচিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"