দ্য় ওয়াল ব্যুরো: মহাদেব (Mahadev) ও পার্বতীর (Parbati) ছোট ছেলে হিসেবেই তাঁকে চেনে গোটা ভারত। বড্ড আদরের সন্তান। অন্যদিকে তিনি আবার দেব সেনাপতিও বটে। তাঁকে দেখতে যেমন সুপুরুষ তেমনই তিনি বীরশ্রেষ্ঠ। ময়ূরবাহন এই দেবতা রক্ষা করেন স্বর্গকে।
পুরানে আছে, তাড়কাসুরের অত্যাচারে স্বর্গের দেবদেবীরা যখন বিপর্যস্ত, তখন তাকে বধ করার জন্যই কার্তিকের জন্ম (Kartik )। কার্তিক বধ করেছিলেন তাড়কাসুরকে। শান্তি ফিরেছিল স্বর্গে। তারপর থেকে দেবতাদের সেনাদলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। আর তিনিই হয়ে ওঠেন দেব সেনাপতি।