দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর নির্বাচনের আগে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ যাচ্ছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। মঙ্গলবার সকালে নাম বাদের তালিকা প্রকাশিত হল। ceowestbengal.wb.gov.in/asd_sir এই ওয়েবসাইটে লগইন করলেই আপনি জানতে পারবেন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেছে কিনা।
কীভাবে আপনার নাম দেখবেন-
অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই তালিকা দেখা যাবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে (WB CEO Website) দেখা যাবে। সেখানে আপনার নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি দেখতে পাবেন এই তালিকা।