দ্য ওয়াল ব্যুরো: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের মধ্যে চলতি সংঘাত শুক্রবার আরও তীব্র আকার নিল। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকের পরই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স হ্যান্ডেলে–এ বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ‘নির্বাচিত’ বা সিলেকটিভ তথ্য ফাঁস করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। অর্থাৎ কমিশন আগু পিছু বাদ দিয়ে বেছে বেছে তথ্য ফাঁস করছে বলে তাঁর অভিযোগ।