দ্য ওয়াল ব্যুরো: সবার আগে দেশ। দেশের দায়িত্ব। যার জন্য সদ্যোজাত সন্তানের দেখভালের কর্তব্যকেও দূরে সরিয়ে রাখা যায়।
এমনটাই মনে করেন কেএল রাহুল। শুধু তাই নয়। কাজেও করে দেখান। আর তাই মার্চে সন্তানের জন্মের পর পিতৃত্বের দায়কে পিছনে ঠেলে ছুটে এসেছেন ইংল্যান্ড। স্রেফ টেস্ট খেলতে নয়। প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। আইপিএল খতম হতেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছেন।