দ্য ওয়াল ব্যুরো: ড্রিম–১১ (Dream11) আচমকাই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার পর নতুন লিড স্পনসর খুঁজতে কোমর বেঁধে নেমে পড়েছে বিসিসিআই (BCCI)। লক্ষ্য একটাই—২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত জাতীয় দলের জন্য প্রায় ৪৫০ কোটি টাকার স্পনসরশিপ পাকা করা।
যদিও উদ্দেশ্য বড় হলেও পরিস্থিতি কিছুটা জটিল। কারণ, এশিয়া কাপের (Asia Cup) ঠিক আগে জার্সিতে নতুন স্পনসরের নাম ছাপানো কঠিন। তবু ভারতীয় ক্রিকেট বোর্ড আশাবাদী, অন্তত মহিলাদের বিশ্বকাপ (৩০ সেপ্টেম্বর শুরু) শুরুর আগে নয়া চুক্তি সরকারি সিলমোহর পাবে।