দ্য ওয়াল ব্যুরো: বয়স ভাঁড়িয়ে খেলার চল রুখতে নতুন নিয়ম চালু করল বিসিসিআই (BCCI)। আর এই পদক্ষেপের মূলে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যতই ব্যাট হাতে তুফান তুলুন না কেন, সমস্তিপুরের কিশোরকে নিয়ে আইপিএল চলাকাকালীন বিতর্ক উস্কেছে। তিনি বয়স লুকিয়ে খেলছেন, মুখে তেরো বললেও, বৈভব আসলে পনেরো বছর পেরিয়েছেন—এই নিয়ে একাধিক মহল অভিযোগ তোলে।