দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় প্রশাসন ও আরসিবি শিবিরের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল, অল্প সময়ে আয়োজনের কোনও সুরাহা না হওয়ার পরেও অনুষ্ঠান ঘোষিত হয়েছে এবং নির্ধারিত সূচি মাঝপথে বাতিল ও পরিবর্তনের জেরে যে ধোঁয়াশা বেড়েছে—পদপিষ্টের (Bengaluru Stampede) আসল কারণ হিসেবে একেই সামনে দাঁড় করিয়েছেন অনেকে।