দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে দিলীপ কুমার ও মধুবালার প্রেম কাহিনি এক অনন্য অধ্যায়। রুপালি পর্দার ‘ট্র্যাজেডি কিং’ ও ‘ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রেম ছিল ঠিক সিনেমার মতোই নাটকীয়। এতদিন ধারণা ছিল, একে অপরকে ভালবেসেও তাঁরা আলাদা হয়ে যান মধুবালার বাবার সঙ্গে দিলীপ কুমারের আইনি বিরোধের কারণে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুমতাজ সামনে আনলেন আরও এক সত্য।