দ্য ওয়াল ব্যুরো: সারা ঘরে ছড়িয়ে-ছিটিয়ে হাড়গোড়। বাড়িতে কেউ আসুন তাও পছন্দ ছিল না কিশোর কুমারের। মানুষজনের আনাগোনা কমাতেই কি বাড়ি ওভাবে সাজাতেন গায়ক? এ প্রশ্ন চিরকালীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই যাবতীয় প্রশ্নেরই উত্তর দিয়েছেন ছেলে অমিত কুমার।
তিনি জানিয়েছেন, ওই ঘর সাজানোর 'সরঞ্জাম' আদপে কেনা হয়েছিল পূর্ব আফ্রিকা থেকে। অমিত কুমারের কথায়, "ওগুলো আমরাই নিয়ে এসেছিলাম। শো করতে গিয়েছিলাম নৈরবীতে। বাবার দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করার শখ ছিল। তাই ওখান থেকে ফেরার সময় সেগুলো নিয়ে আসি। এখনও ওগুলো রয়েছে।"
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে দিলীপ কুমার ও মধুবালার প্রেম কাহিনি এক অনন্য অধ্যায়। রুপালি পর্দার ‘ট্র্যাজেডি কিং’ ও ‘ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রেম ছিল ঠিক সিনেমার মতোই নাটকীয়। এতদিন ধারণা ছিল, একে অপরকে ভালবেসেও তাঁরা আলাদা হয়ে যান মধুবালার বাবার সঙ্গে দিলীপ কুমারের আইনি বিরোধের কারণে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুমতাজ সামনে আনলেন আরও এক সত্য।