দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় গায়ক শান কড়া ভাষায় সমালোচনা করলেন এক নতুন প্রবণতার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে (এআই) গড়ে তোলা হচ্ছে এমন সব গান—যেন অন্য কোনও কিংবদন্তি শিল্পী তা গেয়েছেন। এই ট্রেন্ডকে বলা হচ্ছে এআই ভয়েস ক্লোনিং। এর মাধ্যমে পরিচিত গানগুলিকে রিমিক্স ও কভার আকারে নতুনভাবে সাজিয়ে, বিভিন্ন শিল্পীর কণ্ঠস্বর বসিয়ে দেওয়া হচ্ছে সেই সুরে—কখনও অন্যরকম ছন্দ, কখনও ভিন্ন সুর আর হারমোনির মিশেলে।
#REL