দ্য ওয়াল ব্যুরো: এভাবেও ফিরে আসা যায়। কিন্তু ফিরে এলেই যে সব হবে আগের মতো, এ দায় তো কারও নেই। ছবির স্বার্থে 'এক' হয়েছেন দেব-শুভশ্রী। মানুষের আবেগকে মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন ছবির প্রচার। অথচ তাঁদের কেন বিচ্ছেদ হল? কেন তাঁরা একসঙ্গে নেই...এই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ধূমকেতুর সাফল্য কামনায় ছবি মুক্তির ঠিক আগের দিন নৈহাটির বড় মায়ের মন্দিরে হাজির হয়েছিলেন দেব-শুভশ্রী। একসঙ্গে পুজোও দেন তাঁরা। একই রঙের পোশাক? তাও পরিকল্পনা করেই। ভক্তদের আবেগকে খানিক উস্কে দেওয়া। এর মধ্যে পরকীয়ার স্পর্শ নেই, পুরনো স্মৃতি হাতড়ানো নেই, যা আছে তা হল একান্ত পেশাদারিত্ব।