দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কথায় আছে মাছে ভাতে বাঙালি। রুই, কাতলা, চিংড়ির পাশাপাশি পারশে মাছও বাঙালির অত্যন্ত প্রিয়। সে পাতলা ঝোল হোক কিংবা সরষে বাটা। কেউ আবার আরও উপাদেয় করে রান্না করেন পারশে মাছ।
তবে আমরা সাধারণত বাজার থেকে যেইসব পারশে মাছ কিনে থাকি তার ওজন ৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত। কিন্তু তিস্তায় এবার ধরা পড়ল প্রায় আড়াই কেজি ওজনের পারশে মাছ। এতবড় সাইজের পারশে মাছ আলোড়ন ফেলল গোটা এলাকায়। মাছটির ছবি দেখে মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্রের দাবি, মিষ্টি জলের নদীতে এতবড় সাইজের পারশে মাছ পাওয়া অতি বিরল ঘটনা।
#REL