দ্য ওয়াল ব্যুরো: টানা ভারী বর্ষণে (Heavy Rain) কার্যত অচল হয়ে পড়েছে গুরুগ্রামের (Gurugram Traffic Jam) জনজীবন। সোমবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান, কোথাও আবার গোঁড়ালি ডোবা জল জমে গিয়েছে। এর জেরেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট (Traffic)। কয়েকটি এলাকায় সাত-আট কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের (7km Traffic Jam) ছবি প্রকাশ্যে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতরেই আটকে রয়েছেন যাত্রীরা। সামনে এগোনোর কিংবা বিকল্প রাস্তা নেওয়ার কোনও সুযোগ নেই।