দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথমুখী এক হেলিকপ্টার দুর্ঘটনায় রবিবার সকালে মৃত্যু হয়েছে ৭ জনের। নিহতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবতমালের এক পরিবার—যেখানে এক দম্পতি এবং তাঁদের ২৩ মাসের শিশুকন্যা ছিল সেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে। অলৌকিকভাবে রক্ষা পায় তাঁদের পুত্র, যে কিনা ঠাকুরদার সঙ্গে থেকে গিয়েছিল মহারাষ্ট্রেই।