দ্য ওয়াল ব্যুরো: আজকের সকালটা মহম্মদ সিরাজের জন্য অন্যরকম ছিল। কালই হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন। বাউন্ডারি লাইনের ধারে। সমালোচকদের অনেকেই বলতে থাকেন, ওই মিস ক্যাচই শেষমেশ ভারতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। উনিশ রানের মাথায় জীবন ফিরে পেয়ে বাইশ গজে ব্রুক রীতিমতো তাণ্ডব চালান। শতরান হাঁকান ওয়ান ডে-র স্টাইলে। শেষমেশ ১১১ রানে ক্ষান্ত হন!