দ্য ওয়াল ব্যুরো: ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর ঘোষণা করেছিলেন আগেই। অবশেষে সেই বোমাই ফাটালেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার (৫ নভেম্বর) সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Election) ব্যাপক ভোট কারচুপি হয়েছে। চুরি গেছে প্রায় ২৫ লক্ষ ভোট! এই অভিযোগ তুলতে গিয়েই রাহুলের বক্তব্যে উঠে আসে এক ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গও, নাম ম্যাথুজ ফেরেরো। যাকে তিনি ভোট কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেন।