দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে (classmate accused of sexual harassment)। ঘটনাটি কেন্দ্র করে শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটির মা। অভিযোগ জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।