দ্য ওয়াল ব্যুরো: কাজের জায়গায় নিরাপত্তা কোথায়? ফের সেই প্রশ্ন তুলে দিল বেঙ্গালুরু ইনফোসিস অফিসের এক ঘটনা। সংস্থারই এক মহিলা কর্মীর অভিযোগ, অফিসের টয়লেটে গোপনে তাঁর ভিডিও করছিলেন এক সহকর্মী। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম নাগেশ স্বপ্নীল মালি। ইনফোসিসে ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ পদে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সোমবার অফিসের মহিলা টয়লেটে গিয়ে ওই কর্মী বুঝতে পারেন পাশের কিউবিকল থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ আসছে। সন্দেহ হওয়ায় নজর দেন, আর তখনই দেখতে পান পাশের কিউবিকলে লুকিয়ে কেউ তাঁর ভিডিও করছে।
#REL