দ্য ওয়াল ব্যুরো: নয়ডার পর তেলঙ্গানা। পণের দাবিতে শারীরিক অত্যাচার। না খেতে পেয়ে তরুণীর মৃত্যুর অভিযোগ।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মী প্রসন্না নামে ওই তরুণীর ওপর অকথ্য অত্যাচার চালায়। তরুণীর পরিবারের দাবি, কোঠাগুডেম জেলায় গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁকে। খেতে দেওয়া হত না, চলত নিয়মিত মারধর। অবশেষে শনিবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামহেন্দ্রবরম সরকারি হাসপাতাল মৃত্যু হয় তাঁর।
#REL