রূপক মিশ্র
‘বাংলার মিষ্টি-কথা’র আজকের কিস্তিতে এমন এক মিষ্টান্নের কথা বলব, যা খেতে হলে আপনাকে কাটতে হবে কাটোয়া লোকালের টিকিট৷ এক্সপ্রেস নয়, নির্ভেজাল লোকাল৷
তারপর সিটে বসে ঢুলতে ঢুলতে ট্রেনের দুলুনির ছন্দ কানে নিয়ে, হাওয়ার গন্ধ গায়ে মেখে যখন সোমড়াবাজার ঢুকবেন, তখন সহযাত্রীর কনুইয়ের গুঁতো নয়, আপনা থেকেই ঝিমুনি যাবে কেটে। শুনতে পাবেন হাঁকডাক ‘ক্ষীরমোহন… ক্ষীরমোহন’। তন্দ্রা কাটবে। দু'চোখ হাল্কা কচলাবেন। আর সামনে তাকালেই দেখতে পাবেন কাঁসা বা স্টিলের ইয়া বড় থালা মাথায় মিষ্টি বেচতে লোকালে উঠে পড়েছেন গুচ্ছের হকার।