দ্য ওয়াল ব্যুরো: বিদেশি আক্রমণ (Foreign Invasions) ও উপনিবেশিক শাসনের (Colonial Rule) ফলে ভারতের সম্পদ যেমন শোষিত হয়েছে, তেমনই হিন্দু জনসংখ্যারও বড় পতন ঘটেছে - এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।