দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দু’দিকের আবহাওয়াতেই বড়সড় ফারাক দেখা যাচ্ছে। একদিকে পাহাড় ভাসবে অতি ভারী বৃষ্টিতে, অন্যদিকে দক্ষিণে কমে যাবে বৃষ্টির পরিমাণ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি, মঙ্গলবার ও বুধবার বঙ্গোপসাগরের উপকূলে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।