দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষাপূরণের স্বাদ সবসময় মিঠে। আর বঞ্চনায় ভরা প্রতীক্ষা মেটার স্বাদ? এর উত্তর বোধ হয় সবচেয়ে ভাল জানেন করুণ নায়ার (Karun Nair)।
কেন জানবেন না? সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। ত্রিশতরান করেছিলেন যে সিরিজে, সেই সিরিজ খতম হতেই জায়গা ছেড়ে দিতে হয় অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। নাইট অধিনায়কের কুর্সিতেই তো দলে আসা! তারপর মাস যায়, বছর ঘোরে। না টেস্ট টিম, না টি-২০ টিম—কোথাও জায়গা জোটেনি!
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ঘাম-ঝরানো নেট সেশনে মজে রয়েছেন গুজরাত টাইটানসের (Gujrat Titans) ক্রিকেটাররা। কেউ পাওয়ার হিটিং স্কিলে শান দিচ্ছেন। কেউ কী হতে পারে ডেথ ওভারের রণকৌশল—সেই নিয়ে মশগুল।
এ সবের থেকে সরে গিয়ে কিছুক্ষণের বিরতি, খানিক বিশ্রামের পর নেটে নামলেন দলের অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। কিন্তু চার-ছক্কা মেরে নিজের অস্ত্র আরও ধারালো করা নয়, গুজরাতের নির্ভরযোগ্য ওপেনারকে দেখা গেল লাল বলে প্র্যাকটিস করতে। সিমারদের বিরুদ্ধে ডিফেন্স করে গেলেন। কখনও ছাড়লেন, কখনও স্ট্রেট ড্রাইভ মারলেন।
দ্য ওয়াল ব্যুরো: যত দিন গড়াচ্ছে, আসন্ন ইংল্যান্ড সফর (England Series) নিয়ে অনুরাগীদের উৎসাহের পারদ চড়ছে। এর একটা কারণ অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma Retirement), বিরাট কোহলির সরে যাওয়া (Virat Kohli Retirement)। দুই তারকা ক্রিকেটারের আকস্মিক অবসরের পর দলে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। সেটা কে বা কারা পূরণ করবে? কেমন হতে চলেছে বোর্ডের আগামী দিনের নীতি? তারা কি তারুণ্যে আস্থা রাখতে চলেছেন? নাকি প্রবীণ-নবীনের মিশেলে নতুন ধাঁচের টিম তৈরির পথে হাঁটবেন? সমস্ত প্রশ্নের জবাব হয়তো কাল-পরশুর মধ্যেই পাওয়া যাবে।