দ্য ওয়াল ব্যুরো: আচমকা লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) কলকাতায় (Kolkata) দেখে সকলেই অবাক হয়েছিলেন। সোমবার দুপুরে তাঁকে কলকাতা বিমানবন্দরের বাইরে দেখে কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। বিহার নির্বাচনকে মাথায় রেখেই কি তাঁর কলকাতা সফর? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন? একাধিক প্রশ্নের উত্তর অবশেষে মিলল। কোনও রাজনৈতিক কারণ নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে শহরে এসেছেন আরজেডি সুপ্রিমো লালু।