দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Bidhansabha Election) আর কয়েক সপ্তাহ বাকি। তার আগে রাজ্যের মহিলাদের বড় প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি জানান, ক্ষমতায় এলে বিহারের গ্রামীণ জীবিকা মিশনের সঙ্গে যুক্ত মহিলাদের, যাঁরা ‘জীবিকা দিদি’ (Jivika Didi) বলে পরিচিত, তাঁদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হবে এবং তাঁরা মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।