দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিনই (Bihar election result 2025) নির্বাচনী উত্তাপ চরমে (Bihar politics)। বুধবার পাটনায় সাংবাদিক বৈঠকে (Patna Press Conference) রাজ্য জোট ‘মহাগঠবন্ধন’ (Mahagathbandhan)-এর নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) জানিয়ে দিলেন, তাঁদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট। তবে প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও (RJD warning) দিলেন তিনি, “২০২০-র মতো ভুল যদি আবারও হয়, তাহলে জনগণই এর জবাব দেবে।”