দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রয়াত মায়ের নামে ফের নাকি কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এ বার তেজস্বী যাদবের ‘বিহার অধিকার যাত্রা’-র (Voter Aadhikar Yatra) মঞ্চ থেকে গালিগালাজ করার অভিযোগ উঠল। বিজেপি-র দাবি, মহুয়ার সভা থেকে শোনা গিয়েছে আপত্তিকর স্লোগান, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।
এর আগেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভোটার অধিকার যাত্রা’-য় একই ধরনের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। বিজেপি সে সময় এফআইআর দায়ের করে রাজ্য জুড়ে বনধের ডাক দেয়। পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে রাস্তায় সংঘর্ষও বেধে যায়।
দ্য ওয়াল ব্যুরো: পোস্টার, ব্যানার আর দেওয়াল লিখন এখন পুরনো কায়দা। ভোটের আগে বিহারের (Bihar Election) ময়দানে এবার জমে উঠেছে এক অন্যরকম লড়াই, এটিএম কার্ড (ATM Card) বনাম চেকবই (Check Book)। রাজনৈতিক দলগুলি অভিনব কৌশলে ভোটারদের (Bihar Voters) কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে চাইছে।
জন সুরাজ (প্রশান্ত কিশোরের দল) প্রথমবার ভোটে নামছে। তারা এনেছে এক অভিনব ‘পরিবার লাভ কার্ড’, দেখতে একেবারে এটিএম কার্ডের মতো। কার্ডে লেখা রয়েছে দলীয় প্রতিশ্রুতি...
দ্য ওয়াল ব্যুরো: বিহারে মহাজোটের (India Bloc) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) হিসেবে নিজের নাম ঘোষণা করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। রবিবার ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতেই নাটকীয় ভঙ্গিতে নিজের নাম নেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও (Akhilesh Yadav)।
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) গডচিরোলিতে আরজেডি (RJD) নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী (Prime Minister) করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন— এমনই প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বই মানুষের ভরসা। তাই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র লক্ষ্য হবে তাঁকে সামনে রেখেই লড়াই করা। তেজস্বীর কথায়, রাহুলজি একমাত্র নেতা, যিনি সাধারণ মানুষের সমস্যার কথা নির্ভয়ে বলছেন। আগামী লোকসভা ভোটে তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
দ্য ওয়াল ব্যুরো: সময়টা বিশেষ ভাল যাচ্ছে না রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদবের। একে তো গত শুক্রবার নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে তাঁর নামই নেই। এবার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তাতে আরও বিপাকে পড়লেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা।
দু’টি ভোটার আইডি কার্ড আছে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা এবং বিহার বিধানসভায় বিরোধী দলনেতা তেজস্বী যাদবের, এমন গুরুতর এক অভিযোগ উঠেছে। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আইনি পদক্ষেপের দাবি জানাল এনডিএ (NDA)। রবিবার, ৩ অগস্ট (২০২৫) পাটনায় এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি তোলা হয়।
দ্য ওয়াল ব্যুরো: বিহারের নতুন ভোটার তালিকা নিয়ে বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমারই নাম তো নেই ভোটার তালিকায়। আমি কী করে ভোটে লড়ব? কী আশ্চর্য!
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। আচমকাই সভার তাল কাটল মুখ্যমন্ত্রীর মুখো অটল বিহারী বাজপেয়ীর ( Atal Behari Bajpai) নাম শুনে। মুখ্যমন্ত্রী নীতীশ বলছেন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিহারের জন্য অনেক করেছেন। এই রাজ্যকে উজার করে দিয়েছেন। আমাদের কোনও ক্ষোভ নেই।