প্রতীতি ঘোষ, ব্যারাকপুর
কী করে ভোটে যেতেন কাকলি ঘোষ দস্তিদার, বিজয়া সম্মিলনীর প্রকাশ্য সভায় সাংসদের উপস্থিতিতেই তাই নিয়ে কটাক্ষ করতে শোনা গেল দলের বিধয়ক চিরঞ্জিতকে। অবস্থা সামাল দিতে তড়িঘড়ি আসরে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তবে বিধায়কের বক্তব্য ততক্ষণে ভাইরাল। দলের কাজিয়াও ফের চলে এল প্রকাশ্যে।