দ্য ওয়াল ব্যুরো: কলেজ ডিগ্রি নেই? সিভি তৈরিও হয়নি? তাতেও মিলতে পারে বছরে ১ কোটি টাকার চাকরি। শর্ত একটাই — দক্ষ হতে হবে কোডিংয়ে। এমনই ব্যতিক্রমী চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করে এখন চর্চার কেন্দ্রে ভারতীয় বংশোদ্ভূত স্টার্টআপ ফাউন্ডার (Indian Origin Startup Founder) সুদর্শন কামাত (Sudarshan Kamath)।
নিজের সংস্থা Smallest AI-এর জন্য সুদর্শন খুঁজছেন এক জন ‘ক্র্যাকড’ ফুল-স্ট্যাক টেক লিড। এই পদে বার্ষিক ৬০ লক্ষ টাকা বেতন ও অতিরিক্ত ৪০ লক্ষ টাকার সংস্থার ইকুইটি অফার করেছেন তিনি। অর্থাৎ বছরে মোট উপার্জন হতে পারে ১ কোটি।
কীভাবে আবেদন করবেন?